HS exam result 2022 : ফেল করে রাস্তা অবরোধ করতে লজ্জা করে না, প্রশ্নের মুখে জলপাইগুড়ির ছাত্রীরা
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে জলপাইগুড়িতে রাস্তা অবরোধ করে উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রীরা (HS failed student blocked road protested in Jalpaiguri)। "ফেল করে রাস্তা অবরোধ করতে লজ্জা করে না", অবরোধকারী ছাত্রীদের এমন ভাষাতেই কটাক্ষ করলেন শহরবাসী । ফেল করা ছাত্রীদের পাশে দাঁড়িয়ে রাস্তা অবরোধকে প্রশ্রয় দিলেন ছাত্রীর বাবাও। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে রাস্তা অবরোধের ফলে বিপাকে পড়েন প্রচুর মানুষ । করোনার কারণে খাতাই দেখেননি মাষ্টার মশাইরা দাবি করেন ফেল করা ছাত্রীর বাবা (HS exam result 2022)।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST