Women Dhaki: পয়লা পার্বণ মাতালেন মহিলা ঢাকিরা, তাঁদের জীবনের খোঁজ নিল ইটিভি ভারত - পয়লা পার্বণ মাতালেন মহিলা ঢাকিরা
বাংলা টেলিভিশনের পর্দায় 'যমুনা ঢাকি'র গল্প দেখেছেন অনেক দর্শক। বাবার সম্মান বাঁচাতে যমুনাকে কাঁধে তুলে নিতে হয়েছিল ঢাক। তবে রিল লাইফের মতোই রিয়েল লাইফে এমন অনেক 'যমুনা ঢাকি' রয়েছেন সমাজের আশেপাশে। যাঁদের কাঁধে ঢাক তুলে নেওয়ার পিছনে রয়েছে, গল্পের যমুনার মতোই কোনও না কোনও কাহিনী । কেউ সংসার বাঁচাতে আবার কেউ সন্তানকে মানুষ করতে চলে এসেছেন ঢাকির পেশায়। আবার কেউ এসেছেন শুধুমাত্র বাজনার প্রতি ভালোবাসায়। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মহিলা ঢাকির সংখ্যা। বিভিন্ন পুজো প্যাণ্ডেলে প্রায়ই দেখা যায় তাঁদের। কাঁধে ঢাক, পরনে সকলের একরঙের শাড়ি। এক তালে এক ছন্দে তাঁরা বাজিয়ে চলেন ঢাক। কখনও বা কোমরও দোলান তাঁরা। বেশিরভাগ সময়ে কোনও দলের সঙ্গেই যুক্ত থাকেন তাঁরা। এলাকার বাইরে তো বটেই, কখনও আবার শহরের বাইরেও তাঁদের যেতে হয় ঢাক বাজাতে। অনেকসময় সেখানে রাতও কাটাতে হয় তাঁদের। তখন কী বলে তাঁদের পরিবার? পরিবার কি মেনে নিয়েছে তাঁদের এই পেশা? নববর্ষের প্রথম দিনে ঠাকুরপুকুর এসবি পার্কের খুঁটি পুজোয় আগত মহিলা ঢাকিদের কাছ থেকে তাঁদের জীবনের গল্প শুনে নিল ইটিভি ভারত।