Holi Special Sweet Recipe: রাজস্থানী মিষ্টিতে জমুক হোলির আড্ডা, রইল রেসিপি - Holi Special Sweet Recipe
রকমারি মিষ্টিতে জমে উঠুক এবারের হোলি ৷ আজ আপনার জন্য রইল একটি রাজস্থানী মিষ্টির রেসিপি ৷ নাম ঘেওয়ার (Ghewar) ৷ ডিস্ক আকৃতির এই মিষ্টি ময়দা দিয়ে তৈরি হয় ৷ এরপর তা চিনির শিরায় ভেজানো হয় ৷ সম্পূর্ণ ঘরোয়া উপায় ও উপকরণে তৈরি এই রেসিপি আপনাকে একঘেয়েমি মিষ্টির স্বাদ থেকে মুক্তি দেবে ৷ তাই পরিবার ও প্রিয়জনদের এবারের হোলিতে ঘিয়ের স্বাদ ও গন্ধে জমজমাট ঘেওয়ার মিষ্টি ঠান্ডা রাবড়ির সঙ্গে পরিবেশন করুন (Home Made Ghee Sweets Recipe) ৷ তবে পরিবেশনের আগে উপরে খোয়া, আমন্ড, কাজু ও পেস্তা ছড়িয়ে দিতে ভুলবেন না ৷ ঘরোয়া এই মিষ্টি যে আপনার হোলিতে নতুন মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য ৷