Holi Celebration 2023: প্রভাতফেরি থেকে নাচে-গানের মূর্ছনায় বসন্ত উৎসব উদযাপন দুর্গাপুরে - Holi Celebration at Durgapur in Paschim Bardhaman
আজ বসন্ত উৎসব (Holi Celebration at Durgapur) । হরেক রকম রঙয়ে সেজে প্রকৃতির পাশাপাশি নীল, লাল, হলুদ, সবুজ নানা রঙের আবির রাঙ্গা মানব অবয়ব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবের সুখ্যাতি বিশ্বজুড়ে। লক্ষ লক্ষ মানুষের সমাগম বসন্ত উৎসবে শান্তিনিকেতনের মাটিতে। কিন্তু অনেকেই আবার বিভিন্ন কারণে শান্তিনিকেতনে এই উৎসবের আনন্দ লাভে বঞ্চিত থেকে যান। সেই কথা মাথায় রেখেই প্রায় এক দশক আগে দুর্গাপুরের গীতাঞ্জলি পরিবারের পক্ষ থেকে শুরু হয় বসন্ত উৎসব উদযাপন। শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ঘরানাকে অবলম্বন করেই দুর্গাপুরের সিটি সেন্টারে এক টুকরো শান্তি নিকেতনকে দেখতে পান হাজার হাজার মানুষ।
সকালবেলায় সূর্যের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফোন করতাল সহযোগে সিটি সেন্টারের পথে পথে 'খোল দ্বার খোল'... লাগল যে দোল...৷ সংগীতের মূর্ছনায় 8 থেকে 80 সকলেই প্রভাতফেরিতে মেতে ওঠেন। হলুদের সবুজের সমাহারে পলাশ, শিমুলের মালা গেঁথে সুসজ্জিত নরনারীরা মেতে উঠেন বসন্ত উৎসবে। এই উৎসবের সূচনা হয়েছিল দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা দুর্গাপুর নগর নিগমের বর্তমানে প্রশাসক মণ্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাত ধরে। তিনি গুটিকতক মানুষজনকে নিয়ে প্রায় এক দশক আগে যে বসন্ত উৎসবের সূচনা করেছিলেন শিল্পশহর দুর্গাপুরে সেই ধারা প্রবহমান। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, তিনি বিশ্বভারতীর ছাত্রী। খুব ছোটবেলা থেকেই বিশ্বভারতীর দোল উৎসব হৃদয়কে ছুঁয়ে আছে। কিন্তু এদিনে মন পড়ে থাকে কবিগুরুর আশ্রমে। তাই এক টুকরো শান্তিনিকেতন যাতে সবাই দেখতে পায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই গীতাঞ্জলি পরিবারের এই প্রচেষ্টা।