Snowfall in Kullu-Manali: পুজোয় কুলু-মানালি গেলে রয়েছে সুখবর! সোমবার থেকে পাহাড় ঢেকেছে পুরু বরফে - সোমবার থেকে পাহাড় ঢেকেছে বরফের চাদরে
Published : Oct 16, 2023, 7:06 PM IST
দুর্গাপুজোর ছুটিতে সিমলা-কুলু-মানালি বেড়ানোর জন্য কি প্ল্যান করেছেন? যদি করে থাকেন তবে আপনি হয়তো সৌভাগ্যবান ৷ কারণ সোমবার থেকে হিমাচলের এই পর্যটন কেন্দ্রগুলো পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে ৷ আপনি এখন হিমাচলের পাহাড়ের কোলে গেলে সেখানে আপনাকে স্বাগত জানাবে মাইনাস তাপমাত্রা আর তুষারপাত। স্বভাবতই শীতপ্রিয় বাঙালির কাছে এবারের পুজোয় হিমাচল ট্রিপে বোনাস হবে তুষারপাত ৷ এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷
কুলু-মানালি ছাড়া লাহৌল স্পিতির পাহাড়ও ঢেকেছে শ্বেতশুভ্র আস্তরণে ৷ ইতিমধ্যেই সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা তুষারপাত চুটিয়ে উপভোগ করছেন ৷ আর সেই মুহূর্ত তাঁদের ক্যামেরায় বন্দি করছেন ৷ হিমাচলের লাহৌল স্পিতি ও কুলু জেলায় তুষারপাতের কারণে ঠান্ডা বেশ বেড়েছে। তুষারপাত শুরু হওয়ায় মুখে হাসি ফুটেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা আশাবাদী যে দশেরা উৎসবের সময় বিপুল সংখ্যক পর্যটক কুলুতে আসবেন ৷ যার ফলে এখানকার থমকে থাকা পর্যটন ব্যবসা গতি পাবে।
কুলু জেলার ডিসি আশুতোষ গর্গ বলেছেন, আবহাওয়া দফতর হিমাচলের খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করেছে কয়েক দিনের জন্য। সোমবারের পর থেকে তুষারপাত আরও ঘন ঘন হবে। এই পরিস্থিতিতে, পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ৷