পশ্চিমবঙ্গ

west bengal

ঝড়ে গাছ পড়ল ঝাড়গ্রামে

ETV Bharat / videos

Storm in Jhargram: ক্ষণিকের ঝড়ে ঝাড়গ্রামে গাছ পড়ে অবরুদ্ধ রাজ্য সড়ক - কাউন্সিলর আর্য ঘোষ

By

Published : Jun 10, 2023, 8:01 PM IST

স্বস্তির বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ তবে তা শুরু হতে না হতেই বিপত্তি ৷ শনিবার বিকেল বেলায় ঝাড়গ্রাম শহরের একাধিক জায়গায় শাল গাছ উলটে পড়ে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা । যার জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে ঝাড়গ্রাম-বাঁকুড়া 5 নম্বর রাজ্য সড়কের রঘুনাথপুর এলাকায় । পরে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর্য ঘোষের উদ্যোগে স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে রাজ্য সড়কের উপর পড়ে থাকা গাছ সরিয়ে রাস্তা সচল করা হয় । ঝাড়গ্রাম পৌরসভার উদ্ধারকারী দল বাকি গাছ রাস্তা থেকে সরানোর কাজ করে । এছাড়াও এদিন ঝড়ের দাপটে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের অন্তর্গত সাপধরা গ্রাম পঞ্চায়েতের টেঙ্গিয়া এলাকায় নতুনডিহি মিলিত সংঘ ক্লাবের অ্যাজবেস্টারের চালা উড়ে যায় ।  

ঝাড়গ্রাম শহরের চারিদিক শালগাছে ঘেরা। শহরের মূল রাস্তার উপরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে বহু শালগাছ। তার মধ্যে মৃত শাল গাছের সংখ্যাও রয়েছে চোখে পড়ার মতো। মাঝে মধ্যে হালকা ঝড়বৃষ্টি হলেই ভেঙে রাস্তায় পড়ে মৃত শাল গাছগুলি । স্থানীয় মানুষজন ঝাড়গ্রাম পৌরসভাকে বহুবার শাল গাছগুলি কাটার জন্য জানালেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ । ফরেস্ট ডিপার্টমেন্ট, পিডব্লিউডি এবং ঝাড়গ্রাম পৌরসভার আইনি জটিলতা থাকার কারণে গাছগুলি কাটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ । কাউন্সিলর আর্য ঘোষ জানান, মৃত শাল কাজ গুলি কাটার জন্য আলোচনা হয়েছে । গাছগুলি কেটে ফেলা হবে ৷ 

ABOUT THE AUTHOR

...view details