Hemkund Sahib Yatra : অতিরিক্ত তুষারপাতে সাময়িক বন্ধ হেমকুন্ড সাহিব যাত্রা
অব্যাহত হেমকুন্ড সাহিবের তুষারপাত ৷ শিখদের পবিত্র ধর্মস্থান হেমকুন্ড সাহিব ৷ সম্প্রতি 2 ফুট বরফ পড়েছে হেমকুন্ড সাহিবে। তার জেরেই গোবিন্দঘাট ও ঘাঙ্গারিয়ায় থেকে হেমকুণ্ড সাহিবগামী যাত্রীদের তীর্থ যাত্রা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন । চামোলির পুলিশ সুপার শ্বেতা চৌবে জানিয়েছেন, হেমকুণ্ড সাহিবে তুষারপাত হচ্ছে । হেমকুন্ডে যাওয়া তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঘাঙ্গারিয়া ও গোবিন্দঘাটে তাঁদের থামানো হয়েছে (pilgrims were stopped in Govindghat)। আবহাওয়া পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তীর্থযাত্রীদের হেমকুন্ডের দিকে পাঠানো হবে। সেই সঙ্গে ঋষিকেশ, শ্রীনগর, নাগরাসু গুরুদ্বারে থাকা তীর্থযাত্রীদের খারাপ আবহাওয়ার কারণে আপাতত ভ্রমণ না-করার আবেদন করা হয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST