পশ্চিমবঙ্গ

west bengal

কেদারনাথ

ETV Bharat / videos

Snowfall in Kedarnath: ভারী বৃষ্টি ও তুষারপাত, বরফের চাদরে ঢাকল কেদারনাথ

By

Published : May 1, 2023, 6:22 PM IST

সোমবার সকাল থেকেই কেদারনাথ ধামে ভারী বৃষ্টি এবং সেইসঙ্গে তুষারপাত। যার জেরে সাদা বরফের চাদরে ঢাকল মন্দির চত্বর ৷ বৃষ্টি ও তুষারপাতের মধ্যেও ভক্তদের উৎসাহে যদিও ভাটা পড়েনি। প্রতিকূল আবহাওয়াতেও কেদারনাথে এদিন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত ৷ বৃষ্টির মধ্যে ছাতা হাতে লাইনে দাঁড়িয়েছিলেন অসংখ্য দর্শনার্থী ৷ ঘণ্টাধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সারা দেশ থেকে মহাদেবের দর্শনে কেদারনাথ যায় হাজার-হাজার ভক্ত ৷ সকলে মুখিয়ে থাকে বছরের এই সময়ের জন্য যখন কেদারনাথের দরজা খোলে ভক্তদের উদ্দেশে ৷ বৃষ্টি ও তুষারপাতের কারণে কেদারনাথ ধামে বেড়েছে ঠান্ডাও। টানা দু'সপ্তাহ ধরে কেদারনাথ ধামে প্রতিদিন বৃষ্টির সঙ্গে চলছে তুষারপাত। একইসঙ্গে খারাপ আবহাওয়ার কারণে ভক্তদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ। কেদারনাথ ধামে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পুণ্যার্থীদের যাত্রা শুরু করতে বলা হয়েছে। এছাড়াও জরুরি সাহায্যের জন্য (112 টোল ফ্রি নম্বর) ডায়াল করতে বলা হয়েছে ৷ শ্রীনগরে ভারী বৃষ্টিপাত হচ্ছে ৷ যার কারণে পুলিশ যাত্রীদের দেবপ্রয়াগ, শ্রীনগর, কীর্তিনগরের বাইরে না যাওয়ার জন্য আবেদন করেছে । পাশাপাশি পুলিশ বার বার মাইকিং করে আবহাওয়ার খবর দিচ্ছে যাত্রীদের ।

ABOUT THE AUTHOR

...view details