পশ্চিমবঙ্গ

west bengal

তাপপ্রবাহের জেরে গৃহবন্দি বহু মানুষ

ETV Bharat / videos

Heat Wave in Durgapur: বেলা বাড়তেই শহরজুড়ে অলিখিত কার্ফু, তাপপ্রবাহের জেরে গৃহবন্দি মানুষ - Heat Wave

By

Published : Jun 7, 2023, 8:45 PM IST

একটানা তাপপ্রবাহের জেরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার শিল্পশহর দুর্গাপুরেও লাল সতর্কতা। বেলা বাড়তেই শহরজুড়ে অলিখিত কার্ফু। রাস্তাঘাট শুনশান। তীব্র এই তাপপ্রবাহের সঙ্গে দুর্গাপুর শহরজুড়ে লোডশেডিংয়ের দাপট। অসহায় শহরবাসীর কাছে ঠান্ডা আখের রস, ডাবের জল, আইসক্রিম, বহু জাতিক সংস্থার হরেক রকম ফ্লেভারের ঠান্ডা পানীয় বাজারজুড়ে। 

ঘড়িতে তখন বেলা 11টা তাপমাত্রা পারদ 40 ডিগ্রি। সাধারণ মানুষ কাকভোরে উঠে বাইরের কাজ সেরে বাড়িতে ঢোকার জন্য ব্যস্ত। দুর্গাপুর স্টিল টাউনশিপ-সহ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ঘনঘন লোডশেডিংয়ের জেরে অতিষ্ঠ শিল্প শহরের সাধারণ বাসিন্দারা। কাজের তাগিদে নিতান্তই যাদের বাইরে বের হতে হয়েছে তাঁদেরকে দেখা যাচ্ছে কাজের ফাঁকে ৷ 

তীব্র তাপপ্রবাহের হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে আখের রসের ঠেলাগাড়ির সামনে কিংবা মিষ্টির দোকানে ম্যাংগো দই, সাদা দই খাওয়ার ভিড়। বেলা বারোটার পর অনেককেই আবার দেখা গেল বড় বড় গাছের ছাওয়ায় নিজেকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য বসে পড়েছেন। কর্ম ক্লান্ত মানুষ সব সময় যেন খুঁজে বেড়াচ্ছেন কোথায় গেলে মিলবে শীতল ছাওয়া। বৃষ্টির পূর্বাভাস নেই। তাই মানুষের তৃষ্ণার্ত মন এখন শুধুই তাকিয়ে মেঘের দিকে, বৃষ্টির অপেক্ষায় ৷   

ABOUT THE AUTHOR

...view details