পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Hand Grenade Recovered: শিলিগুড়ি সংলগ্ন চা-বাগান থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড - শিলিগুড়ি গ্রেনেড

By

Published : Nov 11, 2022, 10:21 AM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

শিলিগুড়ি সংলগ্ন মোহরগাঁও-গুলমা চা বাগান এলাকা থেকে উদ্ধার হল একটি গ্রেনেড (Hand Grenade Recovered from Tea Garden) । জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাগানের কিছু শ্রমিক চা বাগানের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় কাজ করছিলেন । সেসময় এক শ্রমিকের নজরে আসে একটি অচেনা বস্তু । বস্তুটি কী, তিনি তা বুঝতে না পেরে বাগান কর্তৃপক্ষকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ এবং ওই বস্তুটিকে বালির বস্তা দিয়ে ঘিরে ফেলে । পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ওই এলাকা জনশূন্য করে দেওয়া হয় । ঘটনার খবর পাঠানো হয় সেনাবাহিনীর কাছেও । এরইমধ্যে জানা যায় সেটি একটি গ্রেনেড ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details