WB Weather Update: ভরদুপুরেই নামল অন্ধকার, ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে স্বস্তি দক্ষিণবঙ্গে - বীরভূমে শিলাবৃষ্টি
কয়েকদিনের তীব্র দাবদাহে দু'দিন হল প্রলেপ দিচ্ছে ঝড়বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হল ৷ দুপুর 3টেয় কালো মেঘে অন্ধকার নামল ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি ৷ বৃষ্টির পরিমাণ ততটা না-হলেও এই ঝোড়ো হাওয়া দিতেই তাপমাত্রা নেমে গিয়েছে বেশ কয়েক ডিগ্রি ৷
বীরভূমের শ্রীনিকেতন আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জেলাগুলিতে গড় তাপমাত্রা ছিল 39 থেকে 41.7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে দক্ষিণবঙ্গবাসী । তবে মঙ্গলবার বিকেলে কালো মেঘে ঢেকে যায় বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা ৷ তারপরই শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি ৷ তাতেই হাঁফ ছেড়ে বাঁচল দক্ষিণবঙ্গের জেলার মানুষ ৷ শ্রীনিকেতন হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ৷ যার জন্য প্রায় দক্ষিণের সব জেলাতেই তাপমাত্রা কমবে কিছুটা ৷ 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ।