পশ্চিমবঙ্গ

west bengal

শিলাবৃষ্টি

ETV Bharat / videos

Heavy Rain in Birbhum: বছরের প্রথম শিলাবৃষ্টিতে ভিজল বীরভূম, জনজীবনে স্বস্তি - বছরের প্রথম শিলাবৃষ্টি

By

Published : Apr 27, 2023, 3:53 PM IST

বছরের প্রথম শিলাবৃষ্টি হল বীরভূমে ৷ তাপপ্রবাহের পরিস্থিতি কিছুটা কমেছে ৷ তবে বুধবারও সর্বোচ্চ তাপমাত্রা 37-38 ডিগ্রির কাছাকাছি ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আকাশে সূর্যের দেখা নেই, মুখ ভার ৷ ঘন মেঘ ছেয়ে ছিল বীরভূমের বিভিন্ন এলাকার আকাশ ৷ তারপর হঠাৎ বেলা 11টা নাগাদ ঝেঁপে বৃষ্টি নামল বীরভূমের রামপুরহাট, সিউড়ি ও অন্য সব জায়গায় ৷ তবে শুধু বৃষ্টি নয় ৷ বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে বীরভূমের জমিতে ৷ অর্থাৎ শিলাবৃষ্টি এবং বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ এতে অবশ্যই আরাম পেয়েছে জেলাবাসী ৷ স্বস্তি ফিরে এসেছে মানুষের জনজীবনে ৷ মাঝে এপ্রিলের শুরু থেকে টানা 9-10 দিন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল দক্ষিণবঙ্গে ৷ তাপমাত্রা 41-41 ডিগ্রি সেলসিয়াসের নীচে নামছিল না ৷ তাপপ্রবাহের কমলা সতর্কতাও জারি করেছিল আলিপুর হাওয়া অফিস ৷ পরে বিক্ষিপ্ত বৃষ্টিতে সেই অবস্থা কেটেছে ৷ গত 4-5 দিন ধরে অল্পবিস্তর বৃষ্টি হতেই প্রচণ্ড গরম থেকে রেহাই মিলেছে ৷ এখন তাপমাত্রা 35-37 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে ৷ আজকের শিলাবৃষ্টি আরও কিছুটা স্বস্তি দিল জেলাবাসীকে ৷ তবে এই সময় আম-লিচু পাকতে শুরু করে ৷ তাই শিলাবৃষ্টিতে সেই ফলনের যে কিছুটা ক্ষতি হবে, তা বলাই যায় ৷

ABOUT THE AUTHOR

...view details