Head Master Locked: মদ্যপ অবস্থায় স্কুল আসার অভিযোগে প্রধান শিক্ষককে তালাবন্দি - Head Teacher Locked
Published : Nov 2, 2023, 10:33 PM IST
মদ্যপ অবস্থায় স্কুলে আসছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক । চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতা এলাকার 46 নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ে । বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার দুপুরে রঘুপতি সর্দার নামে ওই প্রধান শিক্ষককে স্কুলে তালাবন্দি করে বিক্ষোভ দেখান অভিভাবকরা । ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মদ খাওয়ার অভিযোগ করলেও এবিষয়ে নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিষয়টি নিয়ে স্কুলের-সহ শিক্ষকদের দাবি, বেশ কিছুদিন থেকেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন ওই প্রধান শিক্ষক। স্বাভাবিক কারণেই তার অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হচ্ছিল । যদিও মদ খাওয়ার বিষয়টি তারা জানেন না বলেই দাবি করেন সহ-শিক্ষকরা । স্থানীয় নিমতিতা গ্রাম পঞ্চায়েতের সদস্য তাহেরুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মানসিক ভারসাম্যহীন । সেই কারণেই সমস্যা হয়েছিল । দীর্ঘদিন ধরেই তিনি অবসাদে ভুগছেন । চিকিৎসক দেখিয়ে ওষুধ খাচ্ছেন । ওই শিক্ষক মদপান করেনি বলেই দাবি করেন তিনি ।