Recruitment Scam: ধৃত শান্তনুকে 1 কোটি 40 লক্ষ টাকা দেওয়া গুণধর এবার ইডি দফতরে - Gunadhar khanra in ED office
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির যুবনেতা শান্তনুকে 1 কোটি 40 লক্ষ টাকা দেওয়া তৃণমূল নেতা গুণধর খাঁড়া বৃহস্পতিবার ইডি দফতরে আসেন । তাঁর সঙ্গে আসেন তন্ময় ঢালি নামে এক চাকরিপ্রার্থী । তিনি গুণধর খাঁড়াকে 4 লক্ষ টাকা দিয়েছিলেন চাকরি করে দেওয়ার জন্য এমনটাই ইডি সূত্রে খবর । তাই গুণধর খাঁড়ার সঙ্গে এদিন ওই চাকরিপ্রার্থীও বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে আসেন । তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা । এদিন সন্ধ্যা 7টা 30 নাগাদ ইডি দফতর ছাড়েন গুণধর এবং তন্ময় । এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তন্ময় চাকরির বিনিময়ে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন । তবে এদিনের জেরা প্রসঙ্গে কোনওরকম মুখ খোলেননি গুণধর । সাংবাদিকদের প্রতিটি প্রশ্নই তিনি ধন্যবাদ, নমস্কার বলে এড়িয়ে গিয়েছেন ৷
মোট 26 জন প্রার্থীর জন্য গুণধর 1 কোটি 40 লক্ষ টাকা শান্তনুকে দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে । এমনকি গুণধরের দুই মেয়ের চাকরি হলেও পরে হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায় । ইডির দাবি, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে চাকরির জন্য গুণধর শান্তনুকে টাকা দিয়েছিলেন বলে বয়ানে উঠে এসেছে । দু'টি ক্ষেত্রে চাকরির দর ছিল ভিন্ন । স্কুলে চাকরির জন্য কখনও 10 লক্ষ টাকা কখনও বা তার থেকে বেশি দাম চাওয়া হয়েছিল বলে দাবি । গুণধর প্রাইমারিতে চাকরির জন্য 7 জন এবং আপার প্রাইমারিতে 19 জন প্রার্থীর জন্য শান্তনুকে টাকা দিয়েছিলেন বলে ইডি সূত্রে খবর । একটি সূত্রের দাবি, গুণধর তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠ কয়েকজনের চাকরির জন্য শান্তনুকে টাকা দিয়েছিলেন ।