Anit Thapa dedicates song to Mamata: আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...মমতাকে গান উপহার অনিত থাপার - মমতা বন্দ্যোপাধ্যায়
'আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...৷' পাহাড়ময় বাজছে এই গান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গান উপহার দিলেন জিটিএ'র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা (Anit Thapa dedicates song to Mamata Banerjee)। সম্প্রতি জিটিএ নির্বাচনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপার (GTA Chief) প্রচারে দলের তরফে একটি গান তৈরি করা হয়েছিল...হামরো অনিত, তিমিরো অনিত, সপাইকো অনিত ৷ জিটিএ নির্বাচনের (GTA election) পর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেও ওই গান চলেছে শৈলরানির আনাচে-কানাচে । এ বার সেই গানেরই আদলে মুখ্যমন্ত্রীকে নিয়ে কার্শিয়াঙে তৈরি হয়েছে নতুন গানটি ৷ জানা গিয়েছে, পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী অনিত থাপার ওই গানটি শুনতে পান । পরে কথায় কথায় অনিত থাপাকে তিনি জানান যে, গানটি খুবই সুন্দর । এরপরই অনিত থাপা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করে গানটিকে অন্য ভাবে তৈরি করার উদ্যোগ নেন ৷ চারদিনে ওই গান তৈরি হয় । গানটি গেয়েছেন রাজা ধর ও দেবব্রত চাকী ৷ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাসেইলি ৷ তিনিই অনিত থাপাকে নিয়ে তৈরি নেপালি গানটির গীতিকার ও সুরকার ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST