Child Cancer Patient Treatment Cost: ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসার খরচ জোগাতে নয়া উদ্যোগ ঘাটালে - ক্যানসার আক্রান্ত শিশু
ক্যানসার আক্রান্ত শিশুর (Child Cancer Patient) পাশে দাঁড়ালো একদল যুবক । তাকে সাহায্য করতে ঘাটালের হাটে-বাজারে ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাঁরা ৷ দোকানে দোকানে গিয়ে টাকা তুলছেন ৷ মানুষের কাছে তাঁদের আর্জি সামান্য হলেও সাহায্য অর্থ সাহায্য করে বাঁচিয়ে তুলুন শিশুটিকে । জানা গিয়েছে, ঘাটালের দীর্ঘ গ্রামের বাসিন্দা পিন্টু মণ্ডলের 12 বছরের কন্যা ব্লাড ক্যানসার রোগে আক্রান্ত হয়েছে । বর্তমানে ভিন রাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন সে । তার চিকিৎসার জন্য প্রয়োজন 20 লক্ষ টাকা । চিকিৎসার এত টাকা জোগাড় (Fund Raiser for Cancer Treatment) করা পরিবারের সদস্যদের পক্ষে সম্ভব নয় ৷ তাই তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে যুবকরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST