রবিবাসরীয় সন্ধ্যায় জনসাধারণের মাঝে রাজ্যপাল বোস, রাস্তার দোকানে মাটির ভাঁড়ে খেলেন চা, সকলকে খাওয়ালেন মিষ্টি - CVAnanda Bose spends time with people in Durgapur
Published : Dec 11, 2023, 12:13 PM IST
CV Ananda Bose in Durgapur: রবিবার সন্ধ্যাটা অন্যরকমভাবে কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দুর্গাপুরের অণ্ডালে কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে স্বাগত জানাতে যাওয়ার পথে আচমকাই শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে গাড়ি থামান রাজ্যপাল ৷ সেখানে আচমকাই রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশাপাশি ফল বিক্রেতা, চা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ৷ ফলের বাজার কেমন যাচ্ছে, তা জানার পাশাপাশি দোকানে বসে চা খেলেন মাটির ভাঁড়ে ৷ জনসাধারণের মাঝে তিনি মিনিট দশেক সময় কাটান ৷ তারপর পাড়ি দেন নিজের গন্তব্যের দিকে ৷ রাজ্যপালকে কাছে পেয়ে খুশি চেপে রাখতে পারেননি ফল বিক্রেতা বাবুল চন্দ্র দাস ৷ তিনি বলেন, "রাজ্যপাল আমার দোকানে এলেন। জিজ্ঞাসা করলেন ব্যবসা কেমন চলছে? বাজার কেমন? কত আয় হয়? তারপর উনি মিষ্টি খাওয়ালেন। ভালো একজন প্রানখোলা মানুষকে দেখলাম।" চা বিক্রেতা অজিত দাস বলেন, "আমার কাছে এসে সমস্যার কথা জানতে চাইলেন। জানালাম, আমাদের মাঝে মধ্যে উচ্ছেদ করার কথা। উনি চা পান করে বললেন বহত বড়িয়া হ্যায়, এই বলেই ১০০ টাকা দিলেন। আমি নিতে চাইনি। কিন্তু সবাই বলল রাখতে । ভালো মানুষ রাজ্যপাল।" রবিবার সন্ধ্যায় হঠাৎই রাজ্যের প্রশাসনিক প্রধানকে ফুটপাত ব্যবসায়ীরা কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন।