পশ্চিমবঙ্গ

west bengal

বৃদ্ধা ও অনাথ মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজে রাজ্যপাল সিভি আনন্দ বোস

ETV Bharat / videos

মেয়াদের বর্ষপূর্তিতে বৃদ্ধা-অনাথ মেয়েদের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্নভোজ রাজ্যপাল বোসের - CV Ananda Bose had lunch with the old womens

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 6:04 PM IST

রাজ্যপাল পদে বর্ষপূর্তির দিনে বৃহস্পতিবার বৃদ্ধা ও অনাথ মেয়েদের সঙ্গে পাত পেড়ে খেলেন সিভি আনন্দ বোস । সবমিলিয়ে বৃহস্পতিবার রাজ্যপাল-সহ 70 জন নিরামিষ মধ্যাহ্নভোজন সারলেন রাজভবনে। এদিন সকালে মাদকমুক্ত বাংলার বার্তা দিতে সাইকেল ব়্যালির সূচনা করেছিলেন রাজ্যপাল। দুপুরে পাত পেড়ে খাওয়া দাওয়ার পর সন্ধ্যায় রাজভবনের নেতাজি পোর্টিকোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । 

রাজভবন সূত্রের খবর, অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন (All Bengal Women's Union) এর সদস্যদের আজকের মধ্যাহ্নভোজনে আমন্ত্রণ করা হয়েছিল । সেখান থেকে বৃদ্ধা ও কিশোরী মিলিয়ে মোট 50 জন রাজভবনে আসেন । পারস্পরিক সৌজন্য বিনিময়ের পর রাজ্যপাল তাঁদের সঙ্গে মার্বেল হাউসে দুপুরের খাওয়া দাওয়া সারেন । এদিনের মেনুতে ছিল জিরা রাইস, পনির, পুরি, আলুর তরকারি, খাস্তা কচুরি ও গোলাপজাম । 

গত এক বছরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়াজগতের মান উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন । দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন । যেখানে তফশিলি জাতি- উপজাতি ও আদিবাসীদের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা স্কলারশিপ পাবে । এছাড়াও, ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্তদের ডায়ালিসিস-সহ চিকিৎসার খরচের ভার লাঘব করতেও আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন রাজ্যপাল ।

ABOUT THE AUTHOR

...view details