Governor CV Ananda Bose: আত্মদর্শন-আত্মশুদ্ধির সময়, কালীপুজোর শুভেচ্ছা রাজ্যপালের - রাজ্যপাল সিভি আনন্দ বোস
Published : Nov 11, 2023, 8:06 PM IST
দুর্গাপুজোর পর এবার কালীপুজোর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । পশ্চিমবঙ্গবাসীকে বাংলাতেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি । ভিডিয়ো বার্তায় তাঁর বক্তব্য, এখন ‘আত্মদর্শন এবং আত্মশুদ্ধির সময়’ । শনিবার এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "বাংলার ভাই ও বোনেরা । আমরা সকলেই কালীপূজা এবং আলোক উৎসব দীপাবলি পালনে ব্রতী রয়েছি । এই উৎসব দৈনন্দিন জীবনের চাপ এবং জাগতিক কালিমা থেকে আমাদের মনকে শুদ্ধ করার এবং দেবতার কাছে প্রার্থনা করার একটি আদর্শ মাধ্যম । এখন আত্মদর্শন এবং আত্মশুদ্ধির সময় । সর্বব্যাপী মা কালী শাশ্বত আলোয় আমাদের সামনের পথকে আলোকিত করুন । জয় কালী মা, জয় পশ্চিমবঙ্গ ।" তাঁর এই বক্তব্য লিখে একটি পোস্টও করেন সোশাল মিডিয়ায় ৷ এছাড়া এ দিন দু’টি কালীপুজোর উদ্বোধন করেন রাজ্যপাল । উত্তর 24 পরগনার ব্যারাকপুর মনিরামপুরের মিস্ত্রি ঘাটের ইয়ং মিনস অ্যাসোসিয়েশনের কালীপুজোর উদ্বোধন করেন তিনি ৷ এ দিন বিকেলে তিনি ওই পুজোর উদ্বোধন করেন । পরে সন্ধ্যায় কলকাতার বড়বাজার এলাকার ভারতীয় স্পোর্টিং ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।