পশ্চিমবঙ্গ

west bengal

101টি গণেশ মূর্তির পুজো

ETV Bharat / videos

Ganesh Puja 2023: 43তম বর্ষে 101টি গণেশ মূর্তির আরাধনা খড়গপুরের ক্লাবে - 101টি গণেশ মূর্তি

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 9:38 PM IST

খড়গপুরে নিমপুরাতে 43 বর্ষপূর্তি উপলক্ষে 101টি গণেশ মূর্তি পুজো করল খড়গপুরের নিমপুরা নিউ স্টার বয়েজ ক্লাব। সেই পুজো দেখতেই ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। শহরের বিগ বাজেটের গণেশ পুজো এটি ৷ বাজেট প্রায় আনুমানিক 15 থেকে 20 লক্ষ টাকা। 

এই বিগ বাজেটের পুজো প্রসঙ্গে উদ্যোক্তা সোম শেখর বলেন, "প্রায় ন’দিন ধরে নবরাত্রীর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পালিত হবে এই বিগ বাজেটের গণেশ পুজো। এই বছর 43বছর পূর্তি তাঁদের পুজোর ৷ তাই 101 গণেশের মুর্তি পুজো করে উদযাপন করা হয়েছে ৷ পুজোর পাশাপাশি পুজোর মোট 9 দিন ধরে থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান সমাজসেবক মূলক কর্মসূচি।" মূলত রেল শহরে বিগ বাজেটের গণেশ পুজোয় সকল মানুষকে নতুন আস্বাদ দিতেই তাদের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা । উদ্যোক্তা সোম শেখর আরও জানান, এই পুজোর সঙ্গে এক সময়ে বহু মানুষ জড়িয়ে ছিলেন ৷ কিন্তু ধীরে ধীরে তাঁদের সদস্য সংখ্যা কমে যাচ্ছে ৷ অনেকেই কর্মসূত্রে বা অন্য কোনও কাজে শহর ছেড়ে বাইরে চলে যাচ্ছেন ৷ তাই থিমের পরিকল্পনা 50 বছরে করার পরিকল্পনা থাকলেও আগেই করতে হল ৷  

ABOUT THE AUTHOR

...view details