পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Gajendra Reda: প্রতিদিন 15 লিটার দুধ পান করে 1.5 কোটির গজেন্দ্র - প্রতিদিন 15 লিটার দুধ পান দেড় কোটির গজেন্দ্রর

By

Published : Jan 28, 2023, 11:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

মহারাষ্ট্রের বীড জেলায় গত 15 বছর ধরে চলে আসছে কৃষি উৎসব ৷ এই উৎসব পালন হয় 4 দিন ধরে ৷ আর সেই কৃষি উৎসবে এবার আলোচনার নাম গজেন্দ্র রেদা ৷ সকলেরই মুখে সে এখন আলোচিত ৷ তাকে ঘিরে মানুষের আকর্ষণের শেষ নেই (Gajendra Reda is Becoming Attraction of Farmers) ৷ মজার ব্যাপার হল এই গজেন্দ্রকে দেখতে কৃষকরা ভিড় জমাচ্ছেন কৃষিমেলা তথা উৎসবে। তবে তার চারিত্রিক বৈশিষ্ট্য শুনলে আপনিও চমকে উঠবেন! আসলে গজেন্দ্র রেদা একটি মহিষ ৷ যার ওজন দেড় টন এবং পঞ্জাবে এই গজেন্দ্রকে নিতে চাইছ দেড় কোটি টাকায় ৷ গজেন্দ্রর খাওয়া-দাওয়া শুনলে আপনার চোখ কপালে উঠবে! সে প্রতিদিন 15 লিটার দুধ এবং 3 কেজি আপেল খায়। এর পাশাপাশি তাকে প্রতিদিন প্রয়োজনীয় বিভিন্ন পশুখাদ্যও দেওয়া হয়। গজেন্দ্র যেখানে থাকে সে বাড়িতে আরও 50টি মহিষ রয়েছে ৷ বাড়িতেই প্রতিদিন 100 থেকে 150 লিটার দুধ হয়। সেই দুধ পান করে 'মিস্টার' গজেন্দ্র ৷ আর এই দুধ থেকে গজেন্দ্র'র মালিকের দৈনিক আয় হয় চার থেকে পাঁচ হাজার টাকা। 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details