WC Fever: হুগলিতে থেকেও মন পড়ে কাতারে, এমবাপেদের জন্য রাত জাগছেন চন্দননগরের ফরাসি পুত্রবধূ - হুগলিতে থেকেও মন পড়ে কাতারে
জন্ম বেলজিয়ামে। কর্মজীবন ফ্রান্সে। এরপর নিয়তি তাঁকে পুত্রবধূ করে এনেছে হুগলির চন্দননগরে ৷ তবে বিশ্বকাপ চলছে, স্বাভাবিকভাবেই ফুটবল জ্বরে বাকি সকলের মতো কাবু এমবাপে-জিরুর দেশের নেলিনা ৷ পুরো নাম নেলিনা মণ্ডল ৷ বৈবাহিক সূত্রে ভারতে থাকলেও ফুটবল বিশ্বকাপ এলেই ফ্রান্সের জন্য গলা ফাটান চন্দননগরের পুত্রবধূ (French housewife from hooghly cheers for France) ৷ অন্যথা হয়নি এবারও ৷ বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর সামনে ফ্রান্স ৷ তার আগে ইটিভি ভারতকে কী বলছেন নেলিনা, আসুন জেনে নেওয়া যাক ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST