Fire in Jangipur: মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই জঙ্গিপুরের 4 দোকান - Fire in Jangipur
শনিবার মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল চারটি দোকান (Four shops gutted in fire at Jangipur)। রাত প্রায় একটা নাগাদ ঘটনাটি ঘটে জঙ্গিপুর পৌরসভা এলাকার 12 নম্বর ওয়ার্ডে । স্থানীয় লোকজন আগুন নেভাতে হাত লাগায় । খবর পেয়ে আসে জঙ্গিপুর ফাঁড়ি থানার পুলিশ । খবর দেওয়া হয় দমকলকে । কিন্তু অনেক দেরিতে ঘটনাস্থলে আসে দমকল, এমনই অভিযোগ জানিয়েছেন দোকান মালিকরা । ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন । প্রাথমিক ভাবে শট সার্কিটে থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হলেও, কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
Fire in Jangipur