পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire in Jangipur: মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই জঙ্গিপুরের 4 দোকান - Fire in Jangipur

By

Published : Jun 26, 2022, 1:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

শনিবার মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল চারটি দোকান (Four shops gutted in fire at Jangipur)। রাত প্রায় একটা নাগাদ ঘটনাটি ঘটে জঙ্গিপুর পৌরসভা এলাকার 12 নম্বর ওয়ার্ডে । স্থানীয় লোকজন আগুন নেভাতে হাত লাগায় । খবর পেয়ে আসে জঙ্গিপুর ফাঁড়ি থানার পুলিশ । খবর দেওয়া হয় দমকলকে । কিন্তু অনেক দেরিতে ঘটনাস্থলে আসে দমকল, এমনই অভিযোগ জানিয়েছেন দোকান মালিকরা । ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন । প্রাথমিক ভাবে শট সার্কিটে থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হলেও, কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details