পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bidhannagar Fraud Arrest: চাকরির নামে প্রতারণা ! বিধাননগরে গ্রেফতার 4 - প্রতারণার অভিযোগ

By

Published : Nov 16, 2022, 7:24 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণা ! ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার (Fraud Arrest) করা হল ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বিধানগর (Bidhannagar) পুলিশ কমিশনারেটের বিমানবন্দর থানা (Airport Police Station) এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মধ্য নীলাচল এলাকার একটি অফিস থেকে এই চার যুবককে পাকড়াও করা হয় ৷ অভিযোগ, বিশ্বের পাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নানা ধরনের পণ্য বিক্রির একটি অফিস চলছিল ৷ সূত্রের দাবি, এই ব্যবসার আড়ালেই চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানো হত ৷ চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছিল ৷ তারই তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details