Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় প্রাক্তন আরবিআই গভর্নর, রাহুলের সঙ্গে পা মেলালেন রঘুরাম রাজন - Former RBI Governor Raghuram Rajan
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে পা মেলালেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন ৷ বুধবার রাজস্থানের সোয়াই মাধোপুরের ভাড়োতি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে হাঁটতে শুরু করেন তিনি ৷ ছিলেন রাজস্থান কংগ্রেসের সচিন পাইলটও (Former RBI Governor Raghuram Rajan briefly joins the Congress party Bharat Jodo Yatra) ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST