Ram Nath Kovind: বেলুড় মঠে এলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দেখুন ভিডিয়ো
রবিবার তিনদিনের সফরে কলকাতায় এসেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল 9টা নাগাদ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেলে হাওড়ার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে বেলুড় মঠে আসেন প্রাক্তন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ বেলুড় মঠে প্রবেশ করেন তিনি ৷ তাঁকে অভ্যর্থনা জানাতে পুষ্পস্তবক হাতে এগিয়ে আসেন মঠের মহারাজরা ৷ এরপর একটি গাড়ি করে মঠের ভিতরে চলে যান রাষ্ট্রপতি ৷ মঠের আবাসিক সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন ৷ তাঁকে গোটা মঠ চত্বর ঘুরিয়ে দেখানো হয় ৷
জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি। সফরসূচি অনুযায়ী, আগামী 11 অগস্ট শুক্রবার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের 33তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, 2022 সালের জুন মাসে উত্তীর্ণ পড়ুয়া এবং 88 জন গবেষককে এই অনুষ্ঠানে ডিগ্রি তুলে দেওয়া হবে। সভাপতিত্ব করবেন হরিয়ানার রাজ্যপাল এবং কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বান্দারু দত্তাত্রেয়। এই অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির ৷ তার আগে কলকাতা সফরে এসে বেলুড় মঠে এলেন দেশের প্রাক্তন প্রথম নাগরিক।