পশ্চিমবঙ্গ

west bengal

রিজার্ভার থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চিতাবাঘ

ETV Bharat / videos

Leopard Rescue: 25 ফুট রিজার্ভারে পড়ে গজরাচ্ছে চিতাবাঘ, ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার বন দফতরের - forest department rescued a leopard

By

Published : Feb 27, 2023, 6:35 PM IST

25 ফুট গভীর পরিত্যক্ত ওয়াটার রিজার্ভারে পড়ে গিয়েছিল একটি চিতাবাঘ। স্থানীয়রা দেখতে পেয়ে তিনধারিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয় ৷ এরপর পুলিশ বন দফতরকে বিষয়টি জানায় ৷ খবর পাওয়া মাত্র সুকনা স্কোয়াড রেঞ্জ অফিসার দীপক রসেইলির নেতৃত্বে একটি বিশেষ দল সোমবার সকালে দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার গয়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের গোদামধুরায় অবস্থিত তিনধারিয়া চা বাগানে অবস্থিত ওই ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানে পৌঁছে তাঁরা দেখতে পান 25 ফুট গভীর ওই রিজার্ভারে একটি স্ত্রী পূর্ণবয়স্ক চিতাবাঘ আটকে রয়েছে এবং রিজার্ভারটি গোদামধুরা চা বাগানের ঘনজনবসতি পূর্ণ এলাকার পাশেই অবস্থিত । সেই কারণে যাতে কোনও মানুষ চিতাবাঘটির শিকার না-হয়, সেকথা মাথায় রেখে তাকে শুধুমাত্র তাকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করা ছাড়া উপায় ছিল না ৷ সেই মতো রেঞ্জার দীপক রসেইলি ঘুমপাড়ানি গুলি ছুড়ে প্রথমে চিতাবাঘটিকে অজ্ঞান করেন ৷ তারপর তাকে খাঁচাবন্দি করে রিজার্ভার থেকে বের করে সুকনা রেঞ্জে নিয়ে আসা হয় (Leopard Rescued from 25 Feet Deep Reservoir)। সেখানে প্রাথমিক চিকিৎসা করে ফের মহানন্দা অভয়ারণ্যের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় । এই বিষয়ে দার্জিলিংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ওয়াইল্ডলাইফ) বিশ্বনাথ প্রতাপ বলেন, "সকালে আমাদের কাছে খবর আসে একটি বড় রিজার্ভারে একটি চিতাবাঘ আটকে পড়েছে । এরপর সেখানে পৌঁছে পরিস্থিতি দেখে ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে উদ্ধার করা হয় । এরপর সেটিকে প্রাথমিক চিকিৎসা করে মহানন্দা অভয়ারণ্যের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।" 

ABOUT THE AUTHOR

...view details