পশ্চিমবঙ্গ

west bengal

দার্জিলিঙে মশালের আলোয় চা পাতা তুললেন জি20-র বিদেশি প্রতিনিধিরা

ETV Bharat / videos

G20 Representatives in Darjeeling: দার্জিলিঙে মশালের আলোয় চা পাতা তুললেন জি20-র বিদেশি প্রতিনিধিরা, কোমর দোলালেন গোর্খা সুরে - দার্জিলিং এর খবর

By

Published : Apr 2, 2023, 7:58 PM IST

চাঁদের আলোকচ্ছটা । পাহাড়ের ঢাল দিয়ে থাকা চা বাগান । হাতে মশাল নিয়ে নেপালি গানের সুরে, তালে তালে নাচতে নাচতে বাগানের দিকে যাচ্ছেন শ্রমিকরা । "পহেলা খেতি" ৷ চাঁদের আলোয় রূপোলি চা পাতা তোলার সেই পাহাড়ি সংস্কৃতি উপভোগ করলেন জি 20-তে আসা বিদেশি প্রতিনিধিরা ৷ শনিবার রাতে দার্জিলিংয়ের বিখ্যাত মকাইবাড়ি চা বাগানে নেপালি সংস্কৃতির ওই পহেলা খেতি এবং সিলভার টি ইমপেরিয়াল বা রূপোলি চা পাতা তোলার মুহূর্তের সাক্ষী থাকল পাহাড় । এ দিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডিও । চা বাগানের শ্রমিকদের সঙ্গে চা পাতা তুলতে দেখা গেল বিদেশি প্রতিনিধিদেরও । শুধু তাই নয়, গোর্খালি নাচে-গানে তাঁদের কোমর দোলাতে দেখা গেল । সে যেন এক ঐতিহাসিক অনন্য মুহূর্ত ।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, "এটা একটা ঐতিহাসিক মুহূর্ত । এই জি 20 বৈঠকের দ্বারা ভারতের কৃষ্টি, সংস্কৃতি, পর্যটন কেন্দ্র বিশ্বের কাছে তুলে ধরা হয় । এই বৈঠকের পর দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উপস্থিতিতে মূল বৈঠক আয়োজিত হবে । সেখানে বিভিন্ন মউ চুক্তি স্বাক্ষরিত হবে এবং বিনিয়োগের ব্যাপারে আলোচনা হবে । সাধারণ ট্যুরিজমের পাশাপাশি অ্যাডভেঞ্চার ট্যুরিজমে বেশি জোর দেওয়া হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details