পশ্চিমবঙ্গ

west bengal

পথ অবরোধ এলাকাবাসীর

ETV Bharat / videos

Panchayat Elections 2023: ছাপ্পা ভোটের অভিযোগে বন্ধ ভোটগ্রহণ, পথ অবরোধ মহিলা ভোটারদের

By

Published : Jul 8, 2023, 2:35 PM IST

অশান্তির আবহে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যেই ভোটের বলি হয়েছেন একাধিক ৷ শনিবার দফায় দফায় অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা ৷ শুক্রবার রাত থেকেই এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল ৷ তার মধ্যেই ডোমকলের হেরামপুরের নতুনপাড়া এলাকার 143 ও 144 নম্বর বুথে ভোটগ্রহণকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ সৃষ্টি হয় ৷ শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে বুথে ঢুকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তারপর বন্ধ হয়ে যায় ভোটদান প্রক্রিয়া ৷ ভোট দিতে না পেরে ভোটাররাও প্রতিবাদে সরব হন ৷ ঘটনার প্রতিবাদে রাস্তাও অবরোধ করেন এলাকার মহিলারা ৷ তাঁদের দাবি, অবিলম্বে এই ভোট বাতিল করে পুনরায় ভোট করতে হবে । 

এ দিকে, নির্বাচনের আগের রাতেই এলাকার বেশ কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে ৷ বোমার আঘাতে জখম হন 4 জন কংগ্রেস কর্মী ৷ প্রসঙ্গত, মুর্শিদাবাদ স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত হওয়ায় নির্বাচনের আগে রাতেই কেন্দ্রীয় বহিনী পৌঁছে যায় এলাকায় ৷ তার পরেও মুর্শিদাবাদের বেলডাঙা, খড়গ্রাম ও রেজিনগর এলাকায় হামলার ঘটনা ঘটে ৷ ঘটনায় মত্যু হয় 3 জন তৃণমূল কংগ্রেস কর্মীর ৷ 

ABOUT THE AUTHOR

...view details