World Cup Fever: বিশ্বকাপের উন্মাদনায় বিয়ের তত্ত্বে 'মিষ্টি মেসি' - Football World Cup Special Sweet
ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবারই তুঙ্গে (Football World Cup Special Sweet) ৷ তার উপর চলছে বিশ্বকাপ, তা সে হোক না বেদুইনের দেশে ৷ উত্তেজিত বাঙালি, সেই প্রভাব বঙ্গ জীবনে পড়বে না, তা কি হয় ৷ তাই শীতের মরশুমে বিয়ের তত্ত্বেও দেখা গেল ‘মিষ্টি মেসি‘কে ৷ অভিনব এই ক্ষীরের তৈরি মিষ্টি পাওয়া যাচ্ছে দুর্গাপুরের মামড়া বাজারের এক মিষ্টির দোকানে। একদিকে বিশ্বকাপ ফুটবল অন্যদিকে বিয়ের মরশুম ৷ দুইয়ের মেলবন্ধনে নজর কেড়েছে ‘ক্ষীরের মেসি।’ আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি বিয়ের তত্ত্ব হিসাবে অভিনব এই মিষ্টি কিনছেন অনেকে ৷ এই মাত্র 5 হাজার টাকায় মিলছে ‘মিষ্টি মেসি ৷’ বিয়ের মরসুমে বাজারে তাক লাগানো ক্ষীরের তৈরি মিষ্টির তত্ত্ব দেখতে ও কিনতে ভিড়ও জমাচ্ছেন বহু মানুষ।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST