পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Flower Exhibition: মালদায় পুষ্প প্রদর্শনী দেখে মুগ্ধ বিচারকরা - পুষ্প প্রদর্শনী

By

Published : Jan 2, 2023, 3:54 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

মালদায় (Malda) শুরু হচ্ছে পুষ্প প্রদর্শনী (Flower Exhibition) ৷ সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ পুষ্প প্রদর্শনী ৷ জেলাবাসীর মধ্যে ফুল-ফলের বাগান সংক্রান্ত চর্চা বাড়াতেই এই আয়োজন ৷ নেপথ্যে রয়েছে মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশন ৷ এদিন সন্ধেয় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন জেলাশাসক নীতীন সিংঘানিয়া ৷ আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল কর্মকার জানান, "আবহাওয়া অনুকুল না থাকায় এবং চারার অভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম ৷ ভেবেছিলাম, হয়তো এবছর সেভাবে শো হবে না ৷ তবে গতকাল থেকে এত পরিমাণ গাছ আসতে শুরু করে, যে আমরা অবাক হয়ে যাই ৷ এবছর প্রায় 1200 টব এসেছে প্রদর্শনীতে ৷ এটা আমাদের বিরাট প্রাপ্তি ৷ এবছর চন্দ্রমল্লিকা কিছু কম থাকলেও অন্যান্য ফুলের সম্ভার আগের বছরগুলিকে ছাপিয়ে গিয়েছে ৷ এই মেলাকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পুষ্প প্রদর্শনী বলা হলেও তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে ৷ তবে গুণগত মানের দিক দিয়ে আমাদের এই প্রদর্শনী অনেক এগিয়ে রয়েছে ৷" কলকাতা থেকে মেলায় ফুলের সম্ভার বিচার করতে এসেছেন অমিত শংকর ভট্টাচার্য ৷ তিনি বলেন, "মালদায় আমি গত 10 বছর ধরে আসছি ৷ এখানকার মরশুমি ফুলের সম্ভার যথেষ্ট ভালো ৷ যাঁরা এই ফুল ফুটিয়েছেন, তাঁরা যে দক্ষ, তা ফুল দেখেই বোঝা যায় ৷"
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details