Fisher Man Body Recover: ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীর দেহ উদ্ধার
বৃহস্পতিবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় নামখানার ঈশ্বরীপুরের কাছে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে দু‘টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে সমুদ্রে পড়ে গিয়েছিলেন 4 মৎস্যজীবী (Fisher Man Body Recover) ৷ 3 জনকে উদ্ধার করা গেলেও কাকদ্বীপের বাসিন্দা মৎস্যজীবী অভিমন্যু বিশ্বাস নিখোঁজ ছিলেন ৷ তিনদিনপর শনিবার নামখানা দ্বারিকনগর ঘাটের কাছে নিখোঁজ মৎস্যজীবী অভিমন্যুর দেহটি ভাসতে দেখেন কয়েকজন মৎস্যজীবী। তারাই পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ বিশ্বকর্মা পুজোর দিন অভিমন্যুকে হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST