শীতের আমেজে ব্যাট ঘুরিয়ে ছক্কা হাকালেন ফিরহাদ, মেয়র্স কাপ ঘিরে পাটুলির মাঠ জমজমাট - ডেপুটি মেয়র অতীন ঘোষ
Published : Dec 23, 2023, 7:01 PM IST
Mayor's Cup 2023:জমিয়ে ঠান্ডা উপভোগ করছেন কলকাতায় মানুষ। মেয়র কেন বাদ যাবেন ৷ তাই মেঘলা দিনে মৃদুমন্দ রোদে গা-গরম করতে মাঠে নেমে পড়লেন ফিরহাদ হাকিম। পাটুলির মাঠে মেয়র্স কাপের উদ্বোধনী অনুষ্ঠান ছিল শনিবার ৷ সেই অনুষ্ঠানে একদম ময়দানের সাজে ট্রাউজার, গেঞ্জি, জ্যাকেট, টুপি পড়ে হাতে ব্যাট নিয়ে 22 গজে নামলেন ববি। বল ব্যাটের গোড়ায় পড়তেই ছক্কা হাঁকালেন তিনি । তাঁকে উৎসাহিত করলেন সেখানে উপস্থিত কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র ৷
এ দিন অনুষ্ঠিত হল মহিলা ও পুরুষ কাউন্সিলরদের ক্রিকেট ম্যাচ । কলকাতার উত্তর থেকে দক্ষিণ এই খেলায় অংশ নিলেন বহু কাউন্সিলর । খেলা উপলক্ষ্যে মাঠে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় থেকে ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ আরও অনেকে ।
তবে খেলতে দেখা গেল কলকাতার মহানাগরিককে ৷ হাতে ব্যাট ধরেই ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন ফিরহাদ। বললেন, "বহুদিন পরে ফের ব্যাট ধরলাম । এখন কোমরের সমস্যা । তবে সুস্থ থাকতে নিয়মিত শরীর চর্চা করতে হয় ৷" মালা রায়ের কথায়, "মাঝে মধ্যে এমন খেলার অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে ব্যাট ধরি । আবার ফুটবল খেলা হলে পা লাগাই । রাজনীতিতে যেমন তৈরি থাকতে হয়, তেমন খেলার জন্য তৈরি থাকতে হয় ।"