পশ্চিমবঙ্গ

west bengal

টালাপার্কে বাজি বাজার

ETV Bharat / videos

Firecrackers in Kolkata: শব্দবাজির ঊর্ধ্বসীমা 125 ডেসিবেল, বাজার শুরুর আগে বাজি পরীক্ষা টালা পার্কে - Green Firecrackers

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 9:27 AM IST

Updated : Nov 5, 2023, 9:48 AM IST

কালীপুজো আর দীপাবলির দিন এগিয়ে আসছে ৷ আর দু-একদিনের মধ্যেই শুরু হবে বাজি বাজার ৷ তার আগে বাজি পরীক্ষার পালা ৷ শনিবার টালা পার্কে বাজি পরীক্ষা হল ৷ কলকাতার টালা পার্ক, ময়দান, কালিকাপুর, বেহালা- এই চারটি বাজি বাজারের সদস্যরা এদিন টালা পার্কে বাজি নিয়ে উপস্থিত ছিলেন । সেখানে ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে শুরু করে কলকাতা পুলিশের আধিকারিকরাও ৷ 

এদিন নানাধরনের বাজি পরীক্ষা করে দেখা হয় ৷ যদিও কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরির কোনও সদস্য এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না ৷ আগামী 7 নভেম্বর থেকে কলকাতার চারটি জায়গায় বাজি বাজার শুরু হবে ৷ এবার 125 ডেসিবেল পর্যন্ত শব্দবাজি বিক্রির অনুমতি দিয়েছে প্রশাসন ৷ এই বাজি বাজারগুলিতে পরিবেশবান্ধব সবুজ বাজি ছাড়া আর কিছুই বিক্রি করা হবে না বলে জানা গিয়েছে ৷ 

টালা বাজি বাজারের সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না বলেন, "গত বছর শব্দবাজির ঊর্ধ্বসীমা 90 ডেসিবেল ছিল ৷ এবছর তা বাড়িয়ে 125 ডেসিবেল করা হয়েছে ৷ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এই ছাড়পত্র দিয়েছে ৷" তিনি আরও জানান, ভারতে সর্বত্র শব্দবাজির ঊর্ধ্বসীমা 125 ডেসিবেল ৷ এর ফলে সাধারণ মানুষ বেশ কিছু বাতিল হয়ে যাওয়া শব্দবাজি ফাটাতে পারবেন ৷

Last Updated : Nov 5, 2023, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details