Firearm Recovered: মেয়রের ওয়ার্ড থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, শিলিগুড়িতে চাঞ্চল্য - Firearm Recovered
সাফাই করতে গিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র (firearm recovered in Siliguri )৷ শিলিগুড়ির পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ মঙ্গলবার স্থানীয় আশুতোষ মুখার্জি বাইলেনের একটি নর্দমা পরিষ্কার করার সময় সাফাই কর্মীদের নজরে পড়ে আগ্নেয়াস্ত্রটি ৷ দেখা মাত্রই তাঁরা খবর দেন ওয়ার্ড কমিটির সদস্য ও ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহাকে। প্রসঙ্গত, এই ওয়ার্ডেই বাস করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিলিগুড়ি থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রটি কীভাবে সেখানে এল, তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST