Mid Day Meal: প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না চলাকালীন গ্যাসে আগুন - Arambag
মিড ডে মিলের (Mid Day Meal) রান্না চলাকালীন গ্যাসে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায় (Fire in School Kitchen) ৷ ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর শুশনিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে । ঘটনার জেরে তড়িঘড়ি সেখানে যায় আরামবাগ (Arambag) থানার পুলিশ, ব্লক প্রশাসন ও দমকলের কর্মীরা । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা । যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতি সেই অর্থে হয়নি বলে দাবি করা হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্নার সময়েই গ্যাস সিলিন্ডার লিক করে এই ঘটনা ঘটে থাকতে পারে । যদিও ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST