পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire Engulfs Bus: দাউ দাউ করে জ্বলছে বাস ! পালিয়ে বাঁচলেন সওয়ারিরা - বাসে আগুন

By

Published : Sep 5, 2022, 3:24 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

দুর্ঘটনার পরই বাসে আগুন (Fire Engulfs Bus) ! পালিয়ে প্রাণে বাঁচলেন যাত্রীরা ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় (Bankura), ঝাড়গ্রামগামী 9 নম্বর রাজ্যসড়কে (State Highway 9) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল 9টা 30 মিনিট নাগাদ বাসটি ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল ৷ সেই সময়েই উলটো দিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা (Road Accident) লাগে ৷ মোটরবাইকটি ঢুকে যায় বাসের নীচে ৷ এরপরই বাসে আগুন লেগে যায় ৷ প্রাণ বাঁচাতে বাস ছেড়ে নেমে যান সকলে ৷ মোটরবাইকে সওয়ার দুই ব্যক্তিকেও দ্রুত দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে রাইপুর হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে পুলিশ গিয়ে বাসটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details