Fire on Bike Show-Room: বাইকের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক গাড়ি - বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড
Published : Oct 30, 2023, 7:56 PM IST
বাইকের শো-রুমে অগ্নিকাণ্ড। সোমবার সন্ধ্যায় সালানপুরের সামডি মোড়ে বাইকের শো-রুমে আগুন লাগে। মুহূর্তেই দোতলা গাড়ি শো-রুমে আগুন ছড়িয়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে ৷ স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুন আরও বেশি ছড়িয়ে পড়েছিল ৷ এরপর দমকলের একটি ইঞ্জিন ও দুটি ট্যাঙ্কার প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ৷ দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে শো-রুমে ৷ জানা গিয়েছে, বাইক শো-রুমের সার্ভিস সেন্টারে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তে আগুন ছাড়িয়ে পড়ে। উপর তলায় বহু সংখ্যক নতুন গাড়ি রাখা ছিল। নিচের তলায় সার্ভিসিং-এর কাজের জন্যও পুরনো গাড়ি রাখা ছিল ৷ সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি করেছেন শো-রুমের মালিক জনার্দন মণ্ডল ৷ তিনি অভিযোগ করে বলেন, "দমকল আসতে দেরি হওয়ার কারনেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচুর নতুন গাড়ি ছিল। নতুন পুরোনো গাড়ি মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।" অন্যদিকে পাশেই ছিল একটি বস্তি। আগুন সেখানে ছড়িয়ে পড়লে বড় বিপদ ঘটতে পারত। দমকলের চেষ্টায় তা নিয়ন্ত্রণ হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্তের পরই জানা যাবে ৷