Fire Broke Out in a Truck: দাহ্যবস্তু-সহ ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, সাতটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে - fire broke out in a truck
সোমবার সকালে ডানকুনির দুর্গাপুর রোডের পাশে পেট্রোপণ্য বোঝাই ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ভয়াবহ আকার নেয় ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। অবশেষে টানা দু'ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ জানা গিয়েছে, ডানকুনি দুর্গাপুর রোডের পাশে একটি গ্যারাজে দাঁড়িয়ে ছিল ট্যাঙ্কারটি ৷ আচমকাই তাতে আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান, ট্যাঙ্কারে দাহ্যবস্তু থাকার কারণে আগুন বীভৎস রূপ নে ৷ হাওড়া ও হুগলির ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ জানান, ঘটনাস্থলে ছ'টি ইঞ্জিন এসেছে। আমরা লক্ষ্য রাখছি যাতে আগুন ছড়িয়ে না যায় বা কোথাও আগুন না ধরে যায়। অল্প সময়ের মধ্যে নিভেও যাবে। গাড়িটিতে কি ছিল, তা স্পষ্ট নয়। ডিজেল ছিল না অন্য কিছু ছিল ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের পর পরিষ্কার হবে। আগুন চলাকালীন দমকল আধিকারিক এই বক্তব্য রাখলেও দু'ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা ৷
TAGGED:
fire broke out in a truck