পশ্চিমবঙ্গ

west bengal

অর্কিড গবেষণা কেন্দ্রে আগুন

ETV Bharat / videos

জাতীয় অর্কিড গবেষণা কেন্দ্রে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথি - ResearchCentre Darjeeling

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 3:30 PM IST

Massive Fire at Research Centre: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই দার্জিলিংয়ের ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড হাউসে। ভবনের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শৈলরানিতে। মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের লালকুঠিতে অবস্থিত ওই রিসার্চ সেন্টারের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু মূল্যবান সামগ্রী থেকে শুরু করে গবেষণা পত্র। 

গবেষণা কেন্দ্রের আধিকারিক মনোজ অধিকারি বলেন, "মিটার বক্সের পিছন থেকে আগুন বের হতে দেখি। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ও দমকলকে জানাই। এক তলায় কিছু সামগ্রী বের করা গিয়েছে। কিন্তু দোতলার ও তিন তলা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর আগে এই ধরণের ঘটনা কোনওদিন ঘটেনি ৷" 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভবনের দোতালায় বিদ্যুতের মিটার বক্সে শর্টসার্কিটের জেরে আগুন লাগে। ভবনে কাঠের সামগ্রী বেশি থাকায় আগুন নিমেষে গোটা ভবনকে গ্রাস করে। ভবনের ভিতরে থাকা 20-25টি মেশিন পুড়ে খাক হয়ে গিয়েছে ৷ পাশাপাশি, গবেষণা কেন্দ্রের সরঞ্জাম ও প্রচুর গবেষণা পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। 

ABOUT THE AUTHOR

...view details