পশ্চিমবঙ্গ

west bengal

দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ আগুন

ETV Bharat / videos

Fire Broke Out in Jalpaiguri: দু'টি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ আগুন! ঘটনায় আহত তিন - দুটি লরির মুখোমুখি সংঘর্ষ

By

Published : Feb 2, 2023, 10:19 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

দু'টি লরির মুখোমুখি সংঘর্ষ। যার জেরে আগুন লাগল একটি লরিতে (Fire Broke Out After Head on Collision)। ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার রাতে ধূপগুড়ি থানার অন্তর্গত গিলাণ্ডি এলাকায় এশিয়ান হাইওয়ে 48-এর ওপর পথ দুর্ঘটনাটি ঘটেছে। এদিন রাতে একটি কয়লা বোঝাই লরির সঙ্গে আরেকটি পিঁয়াজ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর কয়লা বোঝাই লরিটিতে আগুন ধরে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী ও দমকলের দু'টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা মাখন রায় জানান, বিকট শব্দে বাড়ির বাইরে এসে দেখি একটি লরিতে আগুন জ্বলছে। দ্রুত সঙ্গে গাড়ির থেকে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পরবর্তীতে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দু'টি লরির সংঘর্ষের জেরেই আগুন লেগে যায় বলে অনুমান। অন্যদিকে, এশিয়ান হাইওয়ের উপর দুর্ঘটনা ঘটার ফলে রাস্তার দু'ধারে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর এশিয়ান হাইওয়ের যানজট মুক্ত হয় ৷

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details