পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire in Car: আগুনের গ্রাসে চলন্ত গাড়ি! প্রাণে বাঁচলেন যাত্রীরা - বাঁকুড়া সদর থানার পুলিশ

By

Published : Dec 28, 2022, 3:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

চলন্ত অবস্থায় দাউ দাউ করে জ্বলে উঠল যাত্রীবাহী মারুতি ওমনি গাড়ি (Fire in running Car)! যদিও প্রাণে বাঁচলেন যাত্রীরা ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার 60 নম্বর জাতীয় সড়কের এক্তেশ্বর সেতুতে (Ekteswar Bridge)। স্থানীয় সূত্রে খবর, একটি মারুতি ওমনি গাড়িটি বাঁকুড়ার দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল এক্তেশ্বর সেতু ধরে ৷ তখনই হঠাত যাত্রীবোঝাই ওই মারুতি ওমনি গাড়িটিতে আগুন ধরে যায় ৷ চালক-সহ ওই গাড়িটিতে ছ'জন ছিলেন বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, এলপিজি গ্যাসের মাধ্যমে যেহেতু গাড়িটি চলছিল সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details