মুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি জাহাজে আগুন - দক্ষিণ 24 পরগনা
Published : Jan 6, 2024, 2:11 PM IST
Fire on Bangladeshi Ship: মুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি জাহাজে আগুন ৷ শনিবার সকালে দক্ষিণ 24 পরগনার কোস্টাল থানা এলাকায় ঘটনাটি ঘটেছে । জাহাজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্র জানা গিয়েছে, প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশি এই জাহাজটি মুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে রয়েছে ৷
এটি পণ্যবাহী জাহাজ ছিল ৷ জাহাজটিকে ভাসমান পেট্রোল পাম্পে রূপান্তর করণের কাজ চলছিল। শনিবার কাজ করার সময় কর্মীরা হঠাৎ জাহাজের মধ্যে আগুন দেখতে পান। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায় । আগুন লাগার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপার। খবর যায় দমকলেও।
জাহাজটির মধ্যে জ্বালানি তেল মজুত থাকার কারণে আগুন নেভানোর ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হচ্ছে দমকলের আধিকারিকদের। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, কাজ করার সময় করে জ্বালানি তেলে আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। গঙ্গাসাগর মেলার আগে জাহাজে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।