Fire Breaks Out at Lorry: ইলেট্রিকের তারে লেগে পাটবোঝাই লরিতে আগুন, চাঞ্চল্য রায়গঞ্জে - পাটবোঝাই লরিতে আগুন
ইলেট্রিকের তারের সংস্পর্শে এসে পাটবোঝাই লরিতে আগুন লেগে (Fire Breaks Out at Lorry Loaded with Jute) যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের ফরেস্ট মোড় এলাকার মণিপাড়ার 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন। এই ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের ফরেস্ট মোড় এলাকার মণিপাড়ায় অবস্থিত পুকরাজ সিংহি পাটের গোডাউনে চলতি বছরের গত জানুয়ারি মাসে আগুন লাগে। ওই বিধ্বংসী আগুনে গোডাউনে থাকা সমস্ত পাট আগুনে পুড়ে যায়। কয়েক মাস পর ওই পুড়ে যাওয়া পাটগুলিকে অন্য একটি গোডাইনে নিয়ে যাওয়া হচ্ছিল।
পাটবোঝাই লরিটি গোডাউন থেকে বেরোনোর সময় ইলেট্রিক তারের সঙ্গে ঘষা লেগে আচমকাই আগুন লেগে যায় ৷ বিষয়টি স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তখন লরিচালক লরিটিকে জাতীয় সড়কের উপর দাঁড় করিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দ্বায়িত্ব থাকা ট্রাফিক অফিসাররা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ফরেস্ট মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গোডাউনের মালিক পুকরাজ সিন্ধি জানিয়েছেন, পুড়ে যাওয়া পাটগুলিকে অন্য একটি গোডাউনে নিয়ে যাওয়ার সময় ইলেট্রিক তারের সঙ্গে ঘষা লেগে আগুন লেগে যায়। প্রায় 2 লক্ষ টাকার পাট ছিল তাতে ৷