পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire at Habra: 6টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে হাবড়ার রেলবস্তির আগুন, পুড়ে ছাই 50টি ঘর - হাবড়ার রেলবস্তিতে আগুন

By

Published : Dec 14, 2022, 7:26 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

বুধবার বিকেল নাগাদ আগুনে পুড়ে ভস্মীভূত হল হাবড়ার রেলবস্তির প্রায় 50টি ঘর(Fire Breaks Out at Habra Rail Slum)। এদিন রেলবস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাহত হয় বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন চলাচল (Fire at Habra)। বুধবার বিকেলে উত্তর 24 পরগনার হাবড়া পৌরসভার 17 নং ওয়ার্ডের রেলবস্তি এলাকায় আগুন লাগে ৷ এদিন হঠাৎই রেলবস্তির একটি ঘরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ওই বাড়িটি গ্রাস করে কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ছ'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ বস্তি এলাকার বেশিরভাগ অংশের বাড়ি বাঁশ ও দরমার বেড়া হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় দমকল। তবে কীভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details