Fire at Super Market: হোলির দিন ধূপগুড়ি সুপার মার্কেটে আগুন, পুড়ে ছাই 10টি দোকান - Fire at Dhupguri
বুধবার ভরদুপুরে ধূপগুড়ি সুপার মার্কেটে আগুন (Dhupguri Super Market)৷ ভস্মীভূত হল 10টি দোকান ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় 2 ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সুপার মার্কেট চত্বরে অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকান ঘরগুলোতে আচমকাই আগুন লেগে যায় (Fire at Dhupguri)। কিছু দোকানে প্রচুর পরিমাণে প্লাসটিকের ব্যাগ মজুত থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে । একের পর এক দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে । মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী একটি পেঁয়াজের দোকানে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়েই ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি বড় ইঞ্জিন-সহ তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় । পরবর্তীতে ময়নাগুড়ি থেকে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে । পাশাপাশি ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । স্থানীয় যুবকরা দমকল কেন্দ্রের কর্মীদের সঙ্গে কাঁধে জলের পাইপ নিয়ে আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন । প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ক্ষতিগ্রস্ত হয় দশটি দোকান । কীভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয় । তবে যেখানে আগুন লেগেছে তার পাশেই হোলির মেলার আয়োজন চলছিল ।পুলিশের তরফে জানা গিয়েছে আগুন লাগার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।