পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fire: বাংলাদেশ ভূ-খণ্ডে ছ'টি পণ্যবোঝাই ভারতীয় লরিতে আগুন - Fire Breaks Out at Bangladesh Panama Port

By

Published : Jul 14, 2022, 9:27 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

অগ্নিকাণ্ডে ভস্মীভূত পণ্যবোঝাই ছ'টি ভারতীয় লরি। ঘটনাটি ঘটেছে মালদার মহদিপুর স্থল বাণিজ্য বন্দরের ওপারে বাংলাদেশের পানামা পোর্টে (Fire Breaks Out at Bangladesh Panama Port)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় রফতানিকারীদের। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, "বুধবার মহদিপুর স্থল বাণিজ্য বন্দর দিয়ে বাংলাদেশের পানামা পোর্টে একাধিক ভারতীয় পণ্যবোঝাই লরি গিয়েছিল। কিন্তু বাংলাদেশে যাওয়ার পর একের পর এক পণ্যবোঝাই ভারতীয় লরিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত সেখানে ছ'টি পণ্যবোঝাই ভারতীয় লরি জিনিসপত্র-সহ ভস্মীভূত হয়ে গিয়েছে।" ঘটনার প্রেক্ষিতে ভারতীয় লরিচালকরা বাংলাদেশে যেতে চাইছেন না।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details