পশ্চিমবঙ্গ

west bengal

ভারতলক্ষ্মী স্টুডিওতে আগুন

ETV Bharat / videos

Fire at Bharat Lakshmi Studio: ভারতলক্ষ্মী স্টুডিওতে আগুন, দমকলবাহিনীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে - ভারতলক্ষ্মী স্টুডিওতে আগুন

By

Published : Apr 15, 2023, 11:07 PM IST

বাংলা নববর্ষের প্রথম দিনেই অগ্নিকাণ্ডের সম্মুখীন ভারতলক্ষ্মী স্টুডিও। হঠাতই আগুন লেগে যায় স্টুডিও সংলগ্ন চিপস-এর গোডাউনে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। গোডাউনের পাশেই পাম্পিং-এর ব্যবস্থা থাকায় শীঘ্রই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিনেতা গৌরব রায়চৌধুরী জানিয়েছেন, স্টুডিও সংলগ্ন চিপস-এর গোডাউনে আগুন লাগে। সেই জায়গায় আর্টিস্ট-সহ অন্যান্যদের গাড়িও রাখা থাকে। গোডাউনের পাশেই পাম্পিং-এর ব্যবস্থা থাকায় শীঘ্রই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে। তিনি আরও বলেন, "এই স্টুডিওর সিকিউরিটির ব্যবস্থাপনা খুব ভালো। ফলে, বিপদ এখানে মাথাচাড়া দিতে পারে না। বড় কিছু হতেই পারত। তবে সবাই ঠিক আছি আমরা। কারোর কিছু হয়নি।" অভিনেতা গৌরব এই স্টুডিওতেই 'রাঙাবউ' ধারাবাহিকের শুটিং করেন।

প্রসঙ্গত, দিনকয়েক আগে এনটি ওয়ান স্টুডিওতেও ভয়াবহ আগুন লেগে যায়। 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের পাশের একটি ক্যান্টিনে। বেশ কিছুটা জায়গা পুড়ে যায়। তবে, কোনও মানুষের ক্ষতি হয়নি সেখানেও। আজ আরও একবার আগুনের মুখে স্টুডিওপাড়া। মূলত, ভারতলক্ষ্মী স্টুডিওতে 'মিঠাই', 'রাঙাবউ'-সহ একাধিক ধারাবাহিকের শুটিং চলে। এ ছাড়াও প্রায়ই নানা ছবির শুটিং চলে এই স্টুডিওতে। এই স্টুডিওর পাশেই রয়েছে নবীনা সিনেমা হল। শনিবার সামাজিক মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা হৃতোজিত চট্টোপাধ্যায়। 

ABOUT THE AUTHOR

...view details