Mukut Mani Adhikari: চাকরির নামে প্রতারণা ! বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ 'ভুক্তভোগী'র - মুকুটমণি অধিকারী
এইমস (AIMS)-এ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ কাঠগড়ায় নদিয়ার (Nadia) বিজেপি নেতা তথা রানাঘাট দক্ষিণের বিধায়ক (Ranaghat South MLA) মুকুটমণি অধিকারী (Mukut Mani Adhikari) ৷ অজিত ঘোষ নামে এক যুবকের দাবি, একুশের বিধানসভা ভোটের আগে তাঁর সঙ্গে মুকুটমণির আলাপ হয়েছিল ৷ সেই সময়েই ওই বিজেপি নেতা তাঁকে এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ বদলে নিয়েছিলেন আড়াই লক্ষ টাকা ৷ কিন্তু, তারপর থেকে এখনও পর্যন্ত কোনও চাকরি পাননি অজিত ৷ মেলেনি চাকরির জন্য দেওয়া ঘুষের টাকাও ৷ অজিতের অভিযোগ, এই বিষয়ে কথা বলার জন্য মুকুটমণির সঙ্গে বহুবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই বিধায়কের বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন অজিত ৷ তবে, এই বিষয়ে মুকুটমণি এখনও পর্যন্ত মুখ খোলেননি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST