বর্ষবরণের রাতে জমজমাট পার্কস্ট্রিট, দেখুন ভিডিয়ো - New Year 2024 Eve
Published : Dec 31, 2023, 10:49 PM IST
Park Street on New Year 2024 Eve: আজ 31 ডিসেম্বর। বছর শেষের রাত এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার দিন। আর যার জেরে রবিবার সন্ধ্যা থেকেই ভিড় পার্কস্ট্রিট চত্বরে। আট থেকে আশি, সকলেই এদিন আলোকিত পার্কস্ট্রিটের সাক্ষী হতে বেরিয়ে পড়েছেন মুঠোফোন হাতে নিয়ে। কেউ সঙ্গীকে সঙ্গে নিয়ে, কেউ হয়তো পুরোনো বন্ধুদের সঙ্গে রি-ইউনিয়নে। রীতিমতো লাইন চোখে পড়েছে পার্কস্ট্রিট সংলগ্ন রেস্তোরাঁ গুলিতেও। ভিড় সামাল দিতে মেট্রো স্টেশন থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যে ভিড় বাড়বে তা প্রশাসনও জানে ৷ আর সে কারণেই আগাম সতর্কতাও রেখেছে পুলিশ ৷ ভিড় বাড়লে বন্ধ করে দেওয়া হবে যানবাহন চলাচলও এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে। একই সঙ্গে অপ্রিতীকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ পাশাপাশি বর্ষবরণের পার্টিগুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে ৷ এই সময় মাদকের কারবার চলে বিভিন্ন পার্টিতে ৷ সেই সব রুখতে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ ৷ নজরদারি চালাচ্ছে গোয়েন্দা বিভাগও এমনটাই লালবাজার সূত্রে ৷ অন্যদিকে, বছর শেষের রাতে চুটিয়ে উপভোগ করতে নেমে পড়েছে মানুষও ৷